Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ জুন ২০২৫ |
K:T:V Clock

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে কোন কোন জেলায়?

Updated : 15 May, 2025 11:03 AM
AE: Arijit Ghosh
VO: Sanchari Chatterjee
Edit: Aiyushe Maity

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি (Cyclone Shakti)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৮ মে এর মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হতে পারে। ২৪ থেকে ২৬ মে এর মধ্যে উপকূলে আঘাত হানার সম্ভাবনা এবং ওড়িশা থেকে চট্টগ্রাম উপকূলকে। শক্তির আঘাতে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল। ঝড় এগিয়ে গেলে উপকূলীয় অঞ্চলে প্রবল তাণ্ডব চালাবে বলে মনে করা হচ্ছে।  ভারি বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আয়লা, ফণী, আমফান, ইয়াস রুদ্রমূর্তি নিয়ে মে মাসে একে একে ধেয়ে এসেছিল। এবার ফের সেই মে মাসে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে। ১৬ মে থেকে ২২ মে এর মধ্যে নিম্নচাপ তৈরি হয়, তাহলে আবারো একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের রূপ নিতে পারে। আবহাওয়া দফতর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। তিন থেকে চারদিন খুব গুরুত্বপূর্ণ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস এ বছর দেশে আগাম বর্ষা। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে গত দুই দিনে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু কেরালায় সাধারণত ১ জুন প্রবেশ করে তবে চলতি বছর ২৭ মে কেরলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বাংলার জন্য আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। গোটা রাজ্যেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

চাঁদিফাটা রোদে গলদঘর্ম দশা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ (Heatwave South Bengal) পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে কবে স্বস্তি মিলবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির (Rain Strom Forecast) ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছিল। তবে মঙ্গলবার থেকে আবার সেই পুরনো ফর্মে ব্যাট করছে গরম। বুধ সন্ধ্যা কি আদৌ হাওয়া বদল হবে? হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে জারি রয়েছে অস্বস্তিকর গরম। দিনভর প্যাচপ্যাচে ঘাম নিয়েই কাটবে। তবে সন্ধ্যার পর বদল আসতে পারে আবহাওয়ায়। কোনও কোনও বৃষ্টি হলেও হতে পারে। কলকাতায় না হলেও বুধে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। হাল্কা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহও বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে।