মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
চেন্নাই: ভয়াবহ রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘মিগজাউম'(Michaung)। ল্যান্ডফলের অনেক আগে থেকেই তাণ্ডব দেখাতে শুরু করেছে। সোমবার কার্যত তাণ্ডব চালিয়েছে এই ঝড়। মঙ্গলবার দুপুরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘মিগজাউম’। নেল্লোর এবং মছলিপটনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। সে সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই এই ঝড় অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা পেরিয়ে গিয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ নেল্লোর এবং মাচিলিপটনমের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। সকাল থেকেই এটি ধীরে-ধীরে উত্তরের দিকে সরে উপকূলের আরও কাছে যেতে শুরু করেছে। যার প্রভাবে সকাল থেকে চেন্নাই ও তামিলনাড়ু উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং তার সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিপাত। রাত আড়াইটে নাগাদ সাইক্লোন মিগজাউম নেল্লোরের উত্তর ও উত্তর পূর্ব দিকে ২০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দূরত্ব অবস্থান করছিল। বাপাটলা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ এবং মছলিপটনম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে ২১০ কিলোমিটার দূরত্ব ছিল।