ল্যান্ডফলের আগেই ভারীবৃষ্টি চেন্নাই-অন্ধ্র উপকূলে, বন্ধ স্কুল কলেজ, মৃত ২
চেন্নাই : বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। ঘূর্ণিঝড় প্রভাবে ইতিমধ্যে অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), তামিলনাড়ুতে (Tamil Nadu) ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি (Puducherry)উপকূলে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় তার গতি ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার আগে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মোদি। সোমবার সকাল থেকে ভারী বৃষ্টির জেরে ভাসছে তামিলনাডুর বিভিন্ন এলাকা (Tamil Nadu)। ঘূর্ণিঝড় ও ভারীবৃষ্টির জেরে অন্ধ্র প্রদেশ ও পন্ডিচেরীর সমস্ত শিক্ষা প্রতিষ্টান আগামী দুদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের বাড়ির থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। চেন্নাইয়ের কানাথুর এলাকায় ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এক জন গুরুতর জখম হয়েছে। মৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা।
সোমবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছ অন্ধ্র প্রদেশ ও পন্ডিচেরী, চেন্নাইয়ের আকাশ, সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ৫ ডিসেম্বর অবধি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দরে অনেক বিমান বাতিল করা হয়েছে, বেশকিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, চেন্নাইতে সমস্ত বিভাগে শহরতলির ট্রেন পরিষেবাগুলি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।