Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Cyclone Mocha | গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড়ে , শক্তি বাড়িয়ে কোন পথে এগোবে মোকা?

Updated : 10 May, 2023 2:11 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: গভীর নিম্নচাপ (Deep Depression ) বুধবারই পরিণত হবে ঘূর্ণিঝড় মোকায় (Cyclone Mocha ) । বৃহস্পতিবার তা আরও শক্তিশালী হবে। কিন্তু বাংলায় কোন পথে এগোবে এই ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাতেই বা কতটা পড়বে এর প্রভাব। এই নিয়ে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখেছে মৌসম ভবন।  

মৌসম ভবন জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর (Southeast Bay of Bengal) এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর (East-central Bay of Bengal), আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার পর বৃহস্পতিবার উত্তর-উত্তর পশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এর পরই বাঁক নিয়ে মোকা উত্তর-উত্তরপূর্বে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড় মোকা রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াপ্পুর(kyaupyau) মাঝে স্থলভাগে আছড়ে পড়বে। তবে ঘূর্ণিঝড় (Cyclone) কোথায় আছড়ে পড়বে, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

সমুদ্রে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান, নিকোবরে। শুরু হয়েছে ঝড়-বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। সুন্দরবন (Sundarbans), দিঘার (Digha) মতো উপকূলের এলাকাগুলিতে জারি বাড়তি সতর্কতা। মোকার সতর্কতায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে রাজ্যে। গরমে হাঁসফাঁস করছে মানুষ। বুধবার পূর্ব মেদিনীপুর ও কলকাতা (Kolkata) ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal ) বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের (North Bengal) মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। শনিবার থেকে উপকূলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।