Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’!

Updated : 15 May, 2024 8:29 PM
AE: Pratyay Das
VO: Juhita Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: দীর্ঘ তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে এবার আবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুইই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ফের ৪০ ডিগ্রির উপরে উঠতে পারে তাপমাত্রার পারদ (Weather Update)।

তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে ‘রেমাল’ (Cyclone Remal)। নামকরণটি করেছে ওমান। মৌসুম ভবন (Mausam Bhawan) সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ থেকে ২৭ মে-র মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে।