Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ, যাত্রীদের চরম দুর্ভোগ

Updated : 16 Mar, 2024 8:34 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: শনিবার মধ্যরাত থেকে দমদম জংশন (Dum Dum Station) স্টেশনে শুরু হয়ে গিয়েছে ইন্টারলকিংয়ের কাজ। এর জেরে বাতিল হয়েছে বহু ট্রেন। যেগুলি চলছে সেগুলিও বহু দেরি করছে। ফলে যাত্রীদের ভোগান্তি চরম। পূর্ব রেলের তরফে আগেই জানানো হয়েছিল, শনি এবং রবিবার দমদমের ইন্টারলকিংয়ের কাজ হবে। কাজ চলবে টানা ৫২ ঘণ্টা এবং এই ৫২ ঘণ্টায় শিয়ালদহ (Sealdah) শাখায় ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে।

রবিবার ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের চাপ অনেকটাই কম থাকবে কিন্তু শনিবার লক্ষ লক্ষ মানুষ কর্মসূত্রে শহরে আসেন। বনগাঁ (Bongaon) লাইন হোক কিংবা মেন লাইন, দমদম জংশন পেরতেই হবে। বহু মানুষ আবার দমদমে নেমে মেট্রো রেল (Metro Rail) ধরেন। শনিবার চরম দুর্ভোগে পড়েছেন সবাই। দুই শাখাতেই ট্রেন দমদমের আগের স্টেশন পর্যন্ত ঠিকমতো যাচ্ছে। কিন্তু তারপরেই দাঁড়িয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে।