Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

শনিবার বরফের চাদরে ঢাকল দার্জিলিং-ছাঙ্গু

Updated : 21 Dec, 2024 7:28 PM
AE: Krishnendu Ghosh
VO: Bhaswati Ghosh
Edit: Dipa Naskar

কলকাতা: শনিবার বরফের চাদরে ঢাকল দার্জিলিং (Snowfall in Darjeeling), ছাঙ্গু (Snowfall in Changu)। খবর মিলতে নেমেছে পর্যটকের ঢল। তুষারপাত দেখতে পাওয়ায় পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা দারুণ খুশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। তাপমাত্রা নামলেও বড়দিনে বরফ ঢাকা পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ নাও পেতে পারে পর্যটকরা। তবে মাসের শেষে ফের তুষারপাত শুরু হবে।

হাওয়া অফিস সূত্রের খবর, চলতি বছরে বড়দিনে ঠান্ডা থাকলেও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা নেই। সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় আগামী ২৭-২৯ ডিসেম্বর হালকা বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে। বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন জেলা এবং গ্যাংটক ও গ্যালশিং জেলার দুএক জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বড়দিনে যে সব পর্যটকরা পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁরা বরফে ঢাকা পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ পেতে পারেন।