Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Todays Weather | সকাল থেকেই আকাশে মেঘ, কখন নামবে বৃষ্টি?

Updated : 8 Jun, 2023 5:30 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের (Heatwave) জেরে ভ্যাপসা গরমের শিকার হয়েছেন সাধারণ মানুষ। কলকাতায় তাপমাত্রার (Temperture) পারদ প্রায় ৪০ ছুঁই ছুঁই। যার প্রভাব পড়ছে শিশু এবং প্রবীণ নাগরিকদের শরীরে। এই পরিস্থিতিতে চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টির (Rain) আশায় রাজ্যবাসি। কিন্তু কবে হবে বৃষ্টিপাত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?

হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সহ আসে পাশে কয়েকটি জেলার আকাশ সকাল থেকে মেঘলা। যার কারণে গুমোট সৃষ্টি হয়েছে। কিন্তু শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কিন্তু স্বস্তির খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-এই পাঁচ জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা এবং তাপপ্রবাহ জনিত অস্বস্তি বজায় থাকবে।  

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলাতেও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। অনেকেই এই গরম থেকে মুক্তি পেতে দার্জিলিঙে ছুটছেন কিন্তু সেখানে গিয়ে সব পেলেও থানা পাবেন না. আজ। দার্জিলিঙে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এদিকে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হতে পারে বৃষ্টিপাত।

হাওয়া অফিস সূত্রের খবর, এই বছর কেরালাতেও খানিকটা দেরিতে প্রবেশ করেছে বর্ষা। তাই বাংলা তেওঁ বর্ষার আগমন হবে খানিকটা দেরিতে। তবে এরই মধ্যে স্বস্তির খবর, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর কিছুটা স্বস্তিতে কৃষকরা।