Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

অল্প কয়েকদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এইসব পাহাড়িগ্রামে

Updated : 11 Sep, 2024 4:35 PM
AE: Krishnendu Ghosh
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

রোজকার ব্যস্ত জীবনের ফাঁকে মনটা কেমন ঘুরিঘুরি করতে থাকে। একঘেয়ে কাজের ফাঁকে, শহুরের কোলাহল থেকে মুক্তি পেতে শান্ত, নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে ভাবছেন কোথায় যাবেন? দিন-তিনেকের ছুটি নিয়ে নিন, বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের পথে। কোথায় কোথায় ঘুরবেন? আজকের প্রতিবেদনে জানাবো সেইসবেরই বিস্তারিত তথ্য।

যাঁরা উত্তরবঙ্গ ভালোবাসেন বা অল্প দিনের ছুটিতে পাহাড় ঘুরতে চাইলেন তাঁরা সবসময়ই দার্জিলিং শহর ঘোরার পাশাপাশি তার আশেপাশের  অফবিট গ্রামগুলিতেও ঘুরে আসতে পারেন। অল্প খরচে, দার্জিলিংয়ের এইসব অফবিট পাহাড়ি গ্রামগুলোয়, নিরিবিলি পরিবেশে পেয়ে যাবেন মন ভালো করার রসদ-

তাবাকোষী: মিরিকের কাছে অবস্থিত এই গ্রামটির চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, আর ছোট্ট একটা নদী রয়েছে। ঢেউ খেলানো সবুজ আর নদীর পাড়ে বসে আরাম করে কাটিয়ে দিতে পারবেন তিন-চারদিন। এখানে পার ডে, পার হেড থাকা খাওয়ায় খরচ হবে ১৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।

কাফেরগাঁও: এটা কালিম্পং শহর থেকে মাত্র ৩১ কিমি দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম্য এলাকা। এখানে সবুজের মধ্যে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে খরচ পড়বে মাত্র ১২০০ থেকে ১৫০০ টাকা করে পার ডে, পার হেড।

কোলবং: এই ছোট্ট পাহাড়ি গ্রামটা দার্জিলিং শহর থেকে ৩৮ কিমি দূরে অবস্থিত। এখানে বিভিন্ন রেঞ্জের হোমস্টে পেয়ে যাবেন। ১০০০ থেকে ২০০০ মধ্যে পার হেড, পার ডে থাকা খাওয়া হয়ে যাবে।

শিব ইকো ক্যাম্প: এই গ্রামটি দার্জিলিংয়ের একেবারে কাছেই অবস্থিত। নির্জন পরিবেশে এখানে সুন্দর ভাবে দুদিন কেটে যাবে আপনার। খরচ হবে এক একজনের পার ডে মাত্র ১২০০-১৫০০ টাকা।