Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

এবার খাকিতে দীপিকা

Updated : 16 Oct, 2023 5:53 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা তৈরিতে নাম করেছেন নির্মাতা রোহিত শেঠি (Rohit Shetty)। অজয় দেবগন থেকে শুরু করে অক্ষয় কুমার এবং রণবীর সিংয়ের মতো তাবড় তাবড় তারকারাও তাঁর সিনেমায় পুলিশের চরিত্রে অভিজয় করেছেন। আর এরপর আসছে অভিনেত্রীদের পালা। এবার প্রথম তার এই ঘরানার সিনেমায় নিয়ে আসছেন একজন নারী পুলিশকে।সম্প্রতি বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ‘সিংহাম আগেন’ (Singham Again) এর কথা। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন গ্লোবাল স্টার (Global Star) দীপিকা পাডুকোন (Deepika Padukone)।

রবিবার নবরাত্রির প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘লেডি সিংহাম’-এ দীপিকার ফার্স্ট লুক। চরিত্রের নাম শক্তি শেঠি। নির্মাতাদের দ্বারা প্রাশিত হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে একটা বিশাল মানুষের স্তুপের উপর বসে রয়েছেন দীপিকা। পরনে রয়েছে পুলিশের পোশাক। কপাল থেকে রক্ত ঝরছে , কিন্তু মুখে ক্রূর হাসি। সেই অবস্থাতেই এক অপরাধীর মুখের ভিতর পিস্তল ঢোকান।

এই ছবিটি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে দীপিকা লেখেন, শক্তি শেঠিকে চিনে নিন। এদিকে আবার পরিচালক রোহিত শেট্টি একই ছবি পোস্ট করে লিখেছেন, নারী সীতারও রূপ আবার দুর্গারও রূপ। আমাদের পুলিশ কমিউনিটির সবচেয়ে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।

সূত্রের খবর, সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সিনেমার শুটিং শুরু হয়েছে এবং আগামী বছর স্বাধীনতাদিবসের দিন সিনেমাটি মুক্তি পেতে পারে বলেও জানা গিয়েছে।