Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

দিল্লিতে মিলল ‘ওয়াকিং নিউমোনিয়া’, আক্রান্ত ৭

Updated : 8 Dec, 2023 8:00 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: চীনে সংক্রমিত ‘ওয়াকিং নিউমোনিয়া’ ভারতেও দেখা দিল। যদিও কেন্দ্রীয় সরকার এর সঙ্গে চীনের কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছে। ওয়াকিং নিউমোনিয়া বা ডাক্তারি পরিভাষায় বলে মাইকোপ্লাজমা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ জন। নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS) গত এপ্রিল থেকে সেপ্টেম্বর ৭ জনের আক্রান্ত খবর মিলেছে।

সংবাদমাধ্যমের এই খবরের প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে ভারতে আক্রান্ত হওয়ার যোগসূত্র টানাকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এসব খবর বিভ্রান্তিকর এবং অসত্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিন এক বিবৃতিতে জানিয়েছে, চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের মধ্যে যে শ্বাসকষ্টজনিত সংক্রমণের খবর মিলছে, তার সঙ্গে এই ৭ জনের আক্রান্ত হওয়ার কোনও মিল নেই। এনিয়ে অহেতুক ভয় পাওয়ারও কোনও কারণ নেই। দেশের কোনও অংশে এ ধরনের সংক্রমণের কোনও খবর নেই। প্রতিটি রাজ্য সরকারের সঙ্গে প্রতিদিন এনিয়ে যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র, বলা হয়েছে বিবৃতিতে।