Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

তিলোত্তমার বাতাসে বাড়ছে বিষ, দূষিত মুম্বইও

Updated : 5 Nov, 2023 9:32 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: দিল্লির বাতাসে মিশেছে বিষ। শ্বাস নেওয়াই দায় হয়ে উঠেছে, কারণ বিষাক্ত কুয়াশার ঘন স্তরে আবৃত ছিল কারণ রাজধানীর বাতাস। শুধু দিল্লিই নয়, কলকাতা ও মুম্বইয়ের বাতাসে দূষণের পরিমান কয়েকদিন বেড়েছে। অতিরিক্ত ক্ষতিকর মাত্রায় পৌঁছায়। তার জন্য পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। সুইস গ্রুপ আইকিউএয়ারের তথ্য অনুসারে, ভারতের রাজধানী দিল্লি, কলকাতা এবং মুম্বই সহ আজ বিশ্বের সবচেয়ে দূষিত (Air Pollution) শহরগুলির মধ্যে একটি।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (Polluted City ) তালিকায় নাম উঠল ভারতের (India) তিন গুরুত্বপূর্ণ শহরের। দিল্লি (Delhi), কলকাতা (Kolkata) এবং মুম্বই (Mumbai) এর বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক। রবিবার সকালে নয়াদিল্লি আবার রিয়েল-টাইম তালিকায় শীর্ষে রয়েছে। বাতাসের দূষণের পরিমাণ ৪৮৩-এর AQI। এরপর দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে লাহোর, বাতাসের দূষণের পরিমাণ ৩৭১-এ। কলকাতার একিউআই ২০৬। মুম্বইতে এই একিউআই ১৬২।