সংসদে নিরাপত্তা ভঙ্গকারীদের পোড়া মোবাইল উদ্ধার
Updated : 17 Dec, 2023 11:32 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: সংসদে নিরাপত্তা ভঙ্গের (Parliament Security Breach) ঘটনায় ধৃতদের মোবাইলগুলি (Mobile) পুড়িয়ে নষ্ট করেছিলেন ললিত ঝা (Lalit Jha)। রবিবার সকালে রাজস্থান (Rajasthan) থেকে মোবাইলগুলির পুড়ে ছাই হয়ে যাওয়া অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে জানা গিয়েছে, সবকটি ফোন পোড়া অবস্থায় মিলেছে।
ললিতই মোবাইলগুলি পুড়িয়ে নষ্ট করেছেন বলে দাবি। যদিও পুলিশ এখনও ঝায়ের ফোন উদ্ধার করতে পারেনি। সংসদে নিরাপত্তা ভঙ্গের আগে চার অভিযুক্তই তাঁদের মোবাইল ঝায়ের কাছে দিয়ে দিয়েছিলেন। গ্রেফতারের পরেও যাতে পুলিশ মোবাইল থেকে কোনও তথ্য উদ্ধার না করতে পারে সে কারণেই ফন্দি এঁটে এটা করা হয়েছিল।
Tags: