দূষণে বিষাক্ত দিল্লি, স্কুল ছুটির মেয়াদ বাড়ল
নয়াদিল্লি: দিল্লির বায়ুদূষণের (New Delhi AQI) জেরে স্কুলগুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কচিকাঁচাদের পাকাপাকি ছুটি (Primary Schools) দেওয়া হলেও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধা দেওয়া হয়েছে। আম আদমি পার্টির (AAP) সরকারের শিক্ষামন্ত্রী আতিশী একথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের (Air Pollution) মাত্রা তীব্র রয়েছে। রবিবার ভোর থেকেই তা অতিরিক্ত ক্ষতিকর মাত্রায় পৌঁছায়। বাতাসের গতিবেগের মাত্রা কম থাকায় রাত থেকে দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। প্রায় ৬ দিন ধরে একই অবস্থা হয়ে রয়েছে রাজধানী শহরের।
রবিবার সকাল ৭টা নাগাদ বাতাসে দূষণের মাত্রা ৪৬০। শনিবার বিকাল ৪টে নাগাদ তা ছিল ৪১৫। দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে ৪১০, গুরুগ্রামে ৪৪১, নয়ডায় ৪৩৬, গ্রেটার নয়ডায় ৪৬৭ এবং ফরিদাবাদে ৪৬১ তে পৌঁছেছে বায়ুদূষণের মাত্রা।