
বাতাসে গুণমান খারাপ, বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: দিল্লিতে বাতাসের গুণমান (Air Quality) ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে। জরুরি বৈঠক (Emergency Meeting) ডাকলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সোমবার জাতীয় রাজধানীতে আরকে পুরমে বাতাসে দূষণের মাত্রা এখন ৪৬৬, পতপরগঞ্জে ৪৭১, নিউ মোতিবাগে ৪৮৮। অরবিন্দ কেজরিওয়ালের ওই বৈঠকে অংশ নিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই, পূর্ত মন্ত্রী আতিশী, পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলত, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। শহরে বায়ু দূষণের জেরে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক। দূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে থাকা অবস্থায় পঞ্চম দিনে পড়ল। সামগ্রিকভাবে এখানে বায়ু দূষণের সূচক ৪৮৮। এই ঘটনায় অনেকের শ্বাসকষ্ট ও চোখে জ্বালা শুরু হয়েছে।
আগেই জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির বায়ুদূষণের (New Delhi AQI) জেরে স্কুলগুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কচিকাঁচাদের পাকাপাকি ছুটি (Primary Schools) দেওয়া হলেও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধা দেওয়া হয়েছে। আম আদমি পার্টির (AAP) সরকারের শিক্ষামন্ত্রী আতিশী একথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের (Air Pollution) মাত্রা তীব্র রয়েছে। রবিবার ভোর থেকেই তা অতিরিক্ত ক্ষতিকর মাত্রায় পৌঁছায়। বাতাসের গতিবেগের মাত্রা কম থাকায় রাত থেকে দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। প্রায় ৬ দিন ধরে একই অবস্থা হয়ে রয়েছে রাজধানী শহরের।