
সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। সংসদে হামলার প্রতিবাদ করায় সাসপেন্ড। ফলে শীতকালীন অধিবেশনে আর থাকতে পারবেন না তিনি।
এদিকে সংসদে জঙ্গি হামলার (Parliament Attack) দিনই ফের নতুন করে কড়া নিরাপত্তার ছিদ্র গলে ২ যুবকের ভিতরে ঢুকে পড়ার ঘটনায় তীব্র ভর্ৎসনার মুখে সরকার। শীত অধিবেশন (Winter Session) চলাকালীন এহেন ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে দেখা করবে বিরোধী দলগুলি (Opposition Parties)। তৃণমূল কংগ্রেস (TMC) নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay), যিনি বুধবার ঘটনার সময় লোকসভায় উপস্থিত ছিলেন, তিনি বলেন, তার আগে সকালেই সমস্ত বিজেপি বিরোধী দল কংগ্রেস সভাপতি (Congress President) মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বাড়িতে এই ইস্যুতে আলোচনা করে নেবে।