
নতুন বছরে নতুন চমক, এবার এক ফ্রেমে দেব-সোহম-অঙ্কুশ
Updated : 12 Nov, 2023 9:14 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: নতুন বছরে দর্শকদের জন্য নতুন চমক। শোনা যাচ্ছে, অভিনেতা (Actor) অঙ্কুশের হাত ধরে একফ্রেমে আসতে চলেছেন দেব-সোহম ও অঙ্কুশ। অঙ্কুশের প্রযোজনা সংস্থার ছবিতেই নাকি হইচই ফেলে দেবেন এই ত্রয়ী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অঙ্কুশের ‘মির্জা’ ছবির প্রথম ঝলক। এই ঝলকেই নতুন অবতারে নজর কেড়েছেন অঙ্কুশ। টলিপাড়া সূত্রে খবর, অঙ্কুশের এই মির্জা ছবিতেই নাকি দেখা যাবে দেব ও সোহমকে। তবে এ খবর টলিউডে রটলেও, অঙ্কুশ কিন্তু এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা যাচ্ছে, ২০ নভেম্বর থেকে শুরু হবে মির্জা ছবির শুটিং। এই ছবিতে অঙ্কুশের বিপরীতে থাকবে ঐন্দ্রিলা সেন। সূত্রের খবর, শুধু দেব-সোহমই নয়, অঙ্কুশের ‘মির্জা’তে নাকি দেখা যাবে টলিউডের এক ঝাঁক তারকাকে।
Tags: