নির্বাচনের পরেই ‘রঘু ডাকাত’ হয়ে ফিরছেন দেব!
Updated : 24 May, 2024 11:37 AM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: একসময় অবিভক্ত বাংলার বুকে দাপিয়ে বেড়াত দোর্দন্ডপ্রতাপ, প্রচন্ড শক্তিশালী ডাকাত ‘রঘু’ (Raghu Dakat)। তার ডাকাতিতে কোনও রাখঢাক ছিলনা। প্রকাশ্য দিবালোকে রঘু ডাকাতের হা রে রে রে শব্দে ভয়ে কেঁপে উঠতেন বড়লোক জমিদার থেকে শ্বেতাঙ্গ প্রভুরাও। এই রঘু ডাকাত নিয়ম মেনে তার আরাধ্যা দেবীর সামনে নরবলি করত।
বাংলার বুকে এই শক্তিশালী ডাকাতকে মধ্যযুগের ইউরোপীয় দুর্ধর্ষ ডাকাত রবিনহুডের সঙ্গে তুলনা করা হয়। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব (Dev) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।
Tags: