Placeholder canvas
কলকাতা রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

প্রকাশ্যে দেব-যিশুর ফোনালাপ

Updated : 27 Nov, 2024 8:12 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Aiyushe Maity

কলকাতা: প্রকাশ্যে দেব-যিশুর ব্যক্তিগত ফোনালাপ। সকলের সামনে চলে এসেছে তাঁদের কথাবার্তা। আসল ব্যাপারটা হল খাদানের প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে হঠাৎ যিশুকে (Jisshu Sengupta) ফোন করে বসেন দেব। অভিনেতার ফোনে স্পিকারেও দেওয়া ছিল। তার পরই প্রশ্ন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?”দেবের প্রশ্নে যিশু দিলেন দারুন উত্তর।

অনেকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছিল যে শাহরুখ খানের কিং সিনেমায় নাকি দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। সেই জল্পনাতেই একপ্রকার ঘি ঢেলে দিলেন অভিনেতা-প্রযোজক। খাদান সিনেমার একটি গানের প্রচারের মাঝেই যিশুকে ফোন করলেন দেব। সাংবাদিকদের সামনেই জানতে চাইলেন, শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ? দেবের এই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখে যিশু বললেন, সে তো আমিও শুনলাম। দেবের পালটা প্রশ্ন, “কনফার্ম নয়?” যিশুর জবাব, “আমি অন্তত জানি না। আমি হয়তো…।”এরপরই ফোনের স্পিকার বন্ধ করে দেন যিশু।