Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

আয়োজকদের ব্যর্থতায় দেব অভিনীত সিনেমা খাদানের প্রচারে বিশৃঙ্খলা

Updated : 9 Dec, 2024 3:36 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Aiyushe Maity

কলকাতা: টলিউড অভিনেতা দেব (Dev) যেখানেই যান উপচে পড়ে ভিড়। এবার তাঁর আসন্ন সিনেমা খাদানের (Khadaan) প্রচার ঘিরে মধ্যমগ্রামে হুলুস্থুল কাণ্ড। ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। যানজটে দাঁড়িয়ে গেল সারি সারি গাড়ি। রবিবার নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পর আসে খাদান টিম সহ দেব। ভক্তদের সরিয়ে কোনওমতে দেবকে প্রবেশ করাতে পারলেও, তাঁকে বের করতে পুলিশকে রণমূর্তি ধারণ করতে হয়। শেষমেশ লাঠিচার্জ করতে হয়। হুড়োহুড়িতে বেশ কয়েকজন রাস্তায় পরে যায়। দেব বের হওয়ার সময় তাঁর গাড়ির উপর ঝাঁপিয়ে পরেন মহিলা-পুরুষ ভক্তরা। চরম বিশৃঙ্খলা।

শুরুটা এরকম ছিল…….স্টার মলে বাংলাছবির খাদানের প্রমোশনে দেব আসার কথা। এই কথা প্রচার হতে জনসমুদ্র মল চত্বর সহ ৩৪ নম্বর জাতীয় সড়ক। নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আয়োজকরা। এমকী বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিডিয়া যেন ব্যারিকেড না পার করে। তাঁদেরকেও দর্শকদের মধ্যে থাকতে হবে। একটা সময়ে কলকাতাগামী রাস্তা বন্ধ করে এক পাস দিয়ে চলে যান চলাচল। মঞ্চ থেকে এক সময়ে এসে বলতে শোনা গেল আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ।
পরবর্তী বারাসত পুলিশ জেলার আধিকারিকরা এসে পৌছঁয়। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ,সবরকম ব্যবস্থা নেওয়া হলেও একসময় সব ব্যর্থ হয়। জানা গিয়েছে, আয়োজকরা মধ্যমগ্রাম থানায় শুধু একটা তথ্য দিয়েই এত বড় অনুষ্ঠান শুরু করে দিয়েছিল। ঘটনাস্থলে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত পৌঁছন। অবশেষে দেব এর খাদানের বাস আসে। পুলিশের সাথে ধস্তাধস্তির মধ্যেই পুলিশের তৎপরতায় দেব মঞ্চে ওঠেন। তবে বেশি সময় নয়। সবমিলিয়ে আধঘণ্টা ছিলন মঞ্চে। তারপরে দেব ফিরে যাওয়ার সময়ও শুরু হয় চরম বিশৃঙ্খলা।