Placeholder canvas
কলকাতা বুধবার, ২৬ মার্চ ২০২৫ |
K:T:V Clock

বাইশ গজে ব্যাট হাতে দেব

Updated : 28 Nov, 2024 5:21 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: ৪১ বছরেও তার মধ্যে রয়েছেন উদ্যম তারুণ্য। একদিকে অভিনেতা-পরিচালক, অন্যদিকে তিনি আবার সাংসদ। ছুটে বেরাচ্ছে নিজে সাংসদীয় এলাকায়। এবার তাঁকে দেখা গেল দলবল নিয়ে মাঠে ক্রিকেট খেলতে। কার কথা হচ্ছে বুঝতে পারছেন না। আরে কথা হচ্ছে দেবের। বাইশ গজে টিম নিয়ে নেমে পড়লেন দেব।  টিম খাদানের সঙ্গে ক্রিকেট খেললেন দেব। সেই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাট আর বল হাতে মাঠে যে ঝড় তুলল টিম খাদান।

এই ক্রিকেট ম্যাচ কালো টি-শার্ট পরে খেলতে নেমে পড়েছিলেন সকলে। ম্যাচ দুই-দলের মধ্যে হলেও টি-শার্ট ছিল একটি।  দেবের টি-শার্টের গায়ে লেখা ছিল ‘রাজার রাজা’। অভিনেতার আসন্ন এই ছবির রাজার রাজা গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিও শেয়ার করে তারকা লিখেছেন, ‘যখন টার্ফ হয়ে যায় খাদান।’