
ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব জাতীয় পর্যায়ে খেলবে
Updated : 17 Mar, 2025 3:52 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে (RFDL) জাতীয় গ্রুপ স্টেজে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব (DHFC) যোগ্যতা অর্জন করল। আরএফডিএলে ডেবিউ সিজনেই যোগ্যতামান পেরলো। খেলোয়াড়, কোচ প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকেই এক্স হ্যান্ডলে এই তথ্য জানানো হয়েছে। ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব ডায়মন্ডহারবারের পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবের মালিক ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tags: