
Digital Sansad | খাতা-কলম উধাও হবে সংসদে, জেনে নিন কেন
নয়াদিল্লি: প্রযুক্তিগত দিক থেকে প্রতিদিনই এগিয়ে চলেছে গোটা বিশ্ব। থেমে নেই ভারতও। এবার লোকসভার সচিবালয় সংসদের সমস্ত কাজকর্ম ডিজিটালাইজ করার জন্য ডিজিটাল সংসদ (Digital Sansad) চালু করতে চলেছে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নতুন সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও চালু হয়ে যাবে। যেখানে সংসদের কাজকর্ম সরাসরি ট্রান্সক্রিপ্ট করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা AI) মাধ্যমে ২২টি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এআই-ভিত্তিক স্পিচ টু টেক্সট (speech-to-text) প্রযুক্তির মাধ্যমে সংসদ সচিবালয়ের রিপোর্টিং বিভাগে একটি অডিও ফিড ব্যবহার করা হবে। তার ফলে সংসদের কাজকর্মের সঠিক ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি তৈরি করা অনেক সহজ হবে। এমনকী এই নতুন প্রযুক্তি যেমন, অটোমেটিক ইনডেক্সিং এবং ফাইল ট্যাগিংয়ের জন্য সার্চবারগুলিকে উন্নত করতে ব্যবহার করা হবে।
একইসঙ্গে ওয়ান নেশন, ওয়ান অ্যাপ্লিকেশান নামক প্ল্যাটফর্মটি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সংসদের যাবতীয় নথিপত্র ও রেকর্ড পাওয়ার ব্যাপারে খুব সহজে অ্যাক্সেস করা যাবে। যদিও তার জন্য সংসদের সচিবালয়কে সেই সমস্ত তথ্য অনলাইনে শেয়ার করতে হবে। এর ফলে মন্ত্রী এবং সংসদ এবং নাগরিকদের মধ্যে এন্ড-টু-এন্ড ডিজিটাল যোগাযোগ করা যাবে বলে মনে করা হচ্ছে। এই নতুন প্ল্যাটফর্মটি খুব তাড়াতাড়ি দেশের ৩১টি রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে। এই প্ল্যাটফর্মের জন্য যে অ্যাপ রয়েছে, তার উন্নততর পরিষেবা পাওয়ার জন্য সেটি লোকসভা, রাজ্যসভা ও সমস্ত রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে।