Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

শাহজাহানকে লুকিয়ে রেখেছে রাজ্য, অভিযোগ দিলীপের

Updated : 24 Jan, 2024 8:50 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Suspicious Incident) ১৯ দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকেছে ইডি (ED)। শেখ শাহাজাহান (Sheikh Shahjahan) একজন অপরাধী তাঁকে ইডি চাইছে ধরতে। তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে গোয়েন্দাদের অভিযান ঘিরে মন্তব্য দিলীপ ঘোষের। বুধবার প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার তৃণমূল দল শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্ঠা করছে। শাহজাহান একজন অপরাধী। বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত। খুন, লুঠপাঠ সবই করেছে সে। সেই অপরাধে সব তথ্য এসে গিয়েছে। তাঁকে অনেকদিন ধরেই ধরার চেষ্টা চলছিল। তাঁকে ধরতে চাইছে ইডি। বুধবার দ্বিতীয় দফায় শাহাজান শেখের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের পরেই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।