আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেললেন দীনেশ কার্তিক!
আমেদাবাদ: পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচটা কি খেলে ফেললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)? বুধবার রাজস্থান রয়্যালসের (RR) কাছে চার উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়লেন কার্তিক। বিরাট কোহলির (Virat Kohli) কাঁধে মাথা রেখে কেঁদেও ফেললেন। তারপর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দর্শকদের যেভাবে হাত নেড়ে বিদায় জানালেন, তাতে অবসরের ইঙ্গিত আরও স্পষ্ট হল।
এ মরসুমে নিজেকে ফের ফিনিশারের ভূমিকায় প্রতিষ্ঠিত করেছেন চেন্নাই-জাত উইকেটকিপার-ব্যাটার। ৩৮ বছরের কার্তিককে এমনকী ভারতের টি২০ বিশ্বকাপের দলে নেওয়ার দাবি ওঠে, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্বকাপের দলে কিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। তবে এ মরসুমের কার্তিকের অবদান প্রশংসনীয়, ১৫ ম্যাচে চমকপ্রদ ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন, তার মধ্যে আছে দুটো হাফ-সেঞ্চুরি।