Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ধুম সিনেমার ডিরেক্টর সঞ্জয় গাধভি প্রয়াত

Updated : 19 Nov, 2023 6:06 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: জনপ্রিয় হিন্দি সিনেমা ধুম (Dhoom) এর (Movie) ডিরেক্টর সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi) প্রয়াত হলেন। রবিবার সকালে মুম্বইয়ের (Mumbai) বাড়িতে তাঁর মৃত্যু (Death) হয়। তাঁর কন্যা সানজিনা জানিয়েছেন, বাবা শারীরিকভাবে ফিট ছিলেন। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকে তাঁর আকস্মিক মৃত্যু হয়েছে। সানজিনা আরও জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। কয়েকদিনের মধ্যেই ৫৭ বছর বয়সী হতেন তাঁর বাবা।

সঞ্জয় গাধভি ২০০৪ সালের চলচ্চিত্র ধুম এবং এর ২০০৬ সালের সিক্যুয়েল ধুম ২ পরিচালনা করেছিলেন।। সানজিনা পিটিআই-কে বলেন, আজ সকাল ৯.৩০ মিনিটে তাঁর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে এটি কী। তবে এটি সম্ভবত হার্ট অ্যাটাক। তিনি অসুস্থ ছিলেন না, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। ওই চলচ্চিত্র পরিচালক তাঁর স্ত্রী জিনা এবং দুই মেয়ে রেখে গিয়েছেন। তার মধ্যে সানজিনা বড়।