অনাথ শিশুদের আশা জাগালেন ‘কাবুলিওয়ালা’
কলকাতা: বড়দিনের দুদিন আগে বড়পর্দায় মুক্তি পায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)। এই ছবিতে শিশুশিল্পী অনুমেঘা মিনির চরিত্রে দর্শকদের মন কেড়েছে। রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে কাহিনি নিয়ে নিজের মতো করে ছবিটির চিত্রায়ণ করেছেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। মুক্তির পর থেকেই ছবিটিকে নিয়ে ভালোমন্দ নানান আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এই রহমত যেন কাবুলিওয়ালা-র সাদা কালো নস্টালজিয়ার রঙিন রূপ। ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের এক টুকরো ছেলেবেলা ফিরিয়ে দিলেন সুমন।
সম্প্রতি এই ছবির-ই হল স্পেশাল স্ক্রিনিং। হোপ ফাউন্ডেশনের অনাথ শিশুদের ‘কাবুলিওয়ালা’ দেখালেন পরিচালক। কলকাতার কোয়েস্ট মলে এই স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন তিনি। হোপ ফাউন্ডেশনের অনাথ শিশুরা এই সিনেমা দেখা বেজায় খুশি। তাদের সাথে সুন্দর আনন্দের মুহূর্তে মেতে উঠতে দেখা গেল পরিচালক সুমন ঘোষ-কে।