Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

কাবেরীর জল নিয়ে ২ পড়শি রাজ্যের বিবাদ চরমে

Updated : 1 Sep, 2023 12:37 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: কাবেরীর জল নিয়ে এবার চরমমে পৌঁছল বিরোধ। রাতভর বিক্ষোভে শামিল কৃষকেরা। কাবেরী নদীর জল ছাড়ছে না কর্নাটক (Karnataka) সরকার। এর ফলে তীব্র সঙ্কটে পড়তে হচ্ছে তামিলনাড়ুর কৃষকদের। এমনই অভিযোগ তাঁদের। এদিন বেঙ্গালুরু-মাইসুরু সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। যার ফলে ব্যহত হয়ে পড়ে যান চলাচল।

গত শুক্রবার কাবেরীর জল সমস্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কাবেরী জল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট তলব করে। এরপরই কমিটির তরফে জানানো হয়, আগামী ১৫ দিন  তামিলনাড়ুকে প্রতিদিন ৫ হাজার কিউসেক জল দেওয়া হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে কর্নাটকের কৃষক সংগঠনগুলি।    

তাঁদের অভিযোগ, চাষের জন্য পর্যাপ্ত জলও মিলছে না। এদিন সমস্যার সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র কাছে সম্প্রতিই চিঠি পাঠিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। এদিন 

প্রসঙ্গত, এদিকে কাবেরির জল নিয়ে দুই রাজ্যের মধ্যে দীর্ঘ দিনে বিবাদ চলে আসছে। এর আগেও কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল তামিলনাড়ু। এছাড়াও চলতি মাসের গোড়ায় তামিলনাড়ু সরকার কর্নাটক থেকে প্রতিদিন কাবেরীর ২৪ হাজার কিউসেক জল ছাড়ার জন্য আদালতে আর্জিও জানায়। জল বন্টনের এই সমস্যা মেটাতে ১৯৯০ সালে কেন্দ্রের তরফে কাবেরী ওয়াটার ডিসপুট ট্রাইবুনাল তৈরি করে।

Tags: