Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

হেয়ার স্টাইলের জন্য চুলের বারোটা বেজেছে? ট্রাই করুন এই হেয়ার মাস্ক

Updated : 20 Nov, 2023 9:26 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠানবাড়ি, সামান্য হেয়ারস্টাইলে (Hair Style) অনেকেই তাক লাগাতে চান আসর। তবে হেয়ারস্টাইল করতে গিয়ে অনেক সময় চুলের বিপদ ডেকে আনা হয় অজান্তে। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লিং‌ আয়রন ব্যবহারের ফলে চুলের অবস্থা বেহাল হয়। ঘন ঘন তাপ প্রয়োগ করলে চুলের টেক্সচার নষ্ট হয়ে যায়। চুল আর্দ্রতা হারিয়ে ফেলে। পাশাপাশি, চুলে ফ্রিজিনেসের সমস্যাও বেড়ে যায়। তারউপর আবার শীতকাল ও দূষণ আপনার চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাই চুলের যত্ন নিতে গেলে প্রতি মাসে হেয়ার স্পা করানো জরুরি। সবার পক্ষে যদিও প্রতিমাসে হেয়ার স্পা করানো সম্ভব নয়। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনি বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।