Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

গণেশ পুজোর দিন করুন এই কাজগুলি, প্রসন্ন হবেন গণপতি, বাড়বে ধন-সম্পত্তি

Updated : 12 Sep, 2023 8:21 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণ বা উত্‍সব মানেই নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া। আর সামনেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তার আগে পালিত হবে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশ পুজো হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ পুজো হবে, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩৯ মিনিট থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর দুপুরে ১ টা ৪২ মিনিটে তা শেষ হবে। জ্যোতিষমতে, গণেশ উত্‍সবের সময় এমন কিছু ব্যবস্থা করবেন, যাতে গণপতি প্রসন্ন হন। জেনে নিন গণেশ চতুর্থীতে কী কী করবেন?

১) ১১টি দুর্বা ও একটি হলুদের গিঁট দিয়ে একটি হলুদ কাপড়ের সঙ্গে বেঁধে রাখুন। এরপরে গণেশ চতুর্থীর দিন থেকে পরবর্তী ১০ দিন পুজো করুন এটিকে। এই কাপড়টি লকারে বা যেখানে টাকা রাখেন, সেখানে রেখে দিন।

২) ধন-সম্পদের জন্য গণেশ চতুর্থীর দিন স্নান ও পরিস্কার জামা-কাপড় পরে তৈরি হয়ে নিন। এরপর গুড়় মিশিয়ে গণেশকে খাঁটি ঘি অর্পন করুন। এরপর গরুকে খাওয়ান। সেবা করুন।

৩) গণেশ চতুর্থীর দিন , গুড় থেকে ২১টি ছোট ছোট বড়ির আকারে তৈরি করুন। তারপর গণেশ মন্দিরে গিয়ে পুজো দিন। সেখানে গুড়ের ওই বড়িগুলি দুর্বার সঙ্গে নিবেদন করুন। গণপতিকে নিজের ইচ্ছার কথা জানান। এর মাধ্যমেই আপনার সব ইচ্ছে পূরণ হতে পারে।

৪) গণেশ চতুর্থীর দিন যথাযথভাবে গণেশমন্ত্র জপ করার নিয়ম। সেই সঙ্গে নিয়মিত পুজো করুন। এতে ঘরে সুখ-শান্তি ও সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

৫) গণেশ উত্‍সবে গণপতির অভিষেক করলে জীবনে পুণ্য করতে পারেন। এই দিনে গণেশকে বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। এর সঙ্গে গণেশর অথর্বশীষ পাঠ করুন।

৬) গণপতির আরেক নাম বিঘ্নদাতা। তাই আপনি যদি সর্বদা কোনও না কোনও ঝামেলা বা কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে গণেশ উত্‍সবের সময় গণপতির পুজো করার সঙ্গে সঙ্গে ওম গম গাঁ গণপতয়ে বিঘ্ন বিনাশিনে স্বাহা’ মন্ত্রটি ২১বার জপ করুন।

৭) স্বামী-স্ত্রীর মধ্যে যদি কোনও কিছু নিয়ে অশান্তির সৃষ্টি হয়, তাহলে গণেশ চতুর্থীর দিন দুজনে মিলে ১১ বা ২১ জোড়া করে গণপতিকে দুর্বা নিবেদন করতে পারেন। এর ফলে দাম্পত্য জীবনে সুখ আসবে দ্রুত।