জানেন ফেসপ্যাকের কার্যকারিতা? সপ্তাহে ক’দিন লাগালে মিলবে জেল্লাদার ত্বক
কলকাতা: সারা সপ্তাহ কাজের চাপে নিজের দিকে তাকানোর সময় পান না অনেকেই। ব্যস্ততার কারণে শরীর আর ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার সুযোগ হয় না সে ভাবে। অগত্যা অপেক্ষা করে থাকতে হয় ছুটির দিনগুলির জন্য। কী ভাবে ত্বকের যত্ন নেবেন, তা ভাবতেই ভাবতেই আবার ছুটির দিনটা শেষ হয়ে যায়। জেল্লাদার ত্বকের জন্যে নিয়ম মেনে যত্নও নেওয়া প্রয়োজন। সঠিক উপায়ে যত্ন নিলে ত্বকের জেল্লা তো বাড়বেই, মুখের কালচে ছোপও ধীরে ধীরে মলিন হয়ে যাবে। ত্বকের যত্ন করতে হবে। নিয়মিত ক্লিনজিং, এক্সফোলিয়েশন করতেই হবে। পাশাপাশি ফেসপ্যাকও লাগাতে হবে। সপ্তাহে কতবার মুখে ফেসপ্যাক লাগানো উচিত?
আপনি বাজারচলতি ফেসপ্যাক ব্যবহার করতেই পারেন। তবে আপনার ত্বকের ধরন বুঝে এবং ফেসপ্যাকে উপস্থিত উপাদানের তালিকায় চোখ বুলিয়ে নিয়েই একমাত্র তা বেছে নেওয়া উচিত। এছাড়াও আপনি ঘরোয়া ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি সাধারণ প্রাকৃতিক উপাদানের সাহায্য়েই এই ফেসপ্যাক তৈরি করুন। ফেসপ্যাক ব্যবহারের আগে আপনার ত্বকের ধরন খেয়াল রাখবেন।
প্রথমে মুখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ফেসপ্যাক লাগিয়ে নিন মুখে। তবে গলায় লাগাতে ভুলবেন না কিন্তু। তারপর ফেসপ্যাক লাগানোর পর ৮-১০ মিনিট অপেক্ষা করুন। খুব বেশ হয়ে ১২-১৪ মিনিট রাখতে পারেন ফেসপ্যাক। তারপর মুখ ধুয়ে ফেলুন। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে। তারপর লাগান ত্বকের ধরন অনুযায়ী মশ্চারাইজার। মাথায় রাখবেন, সপ্তাহে অন্তত এক দিন ফেসপ্যাক মুখে লাগানো উচিত।
প্রয়োজনে আপনি দু’দিনও ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন।