Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

AITC Leaders Kanthi | শুভেন্দুর গ্রেফতারের দাবিতে চণ্ডীপুরের বিক্ষোভ সমাবেশে দোলা, সোহমরা

Updated : 5 May, 2023 2:48 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারের দাবিতে কলকাতা থেকে চন্ডিপুরে গিয়েছেন তৃণমূলের নেতারা। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনায় তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারির গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাঁথি (Kanthi) ও চণ্ডীপুরে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দলের শীর্ষ নেতৃত্বের তরফে দোলা সেন (Dola Sen), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সহ বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) ও অন্যান্য নেতা কর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়।

স্থানীয় সূত্রে জানা, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ১৫মিনিট নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের চণ্ডীপুরের কাছে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্থানীয় এক যুবক। সাইকেলে চেপে ওই যুবক সেই সময় রাস্তা পারাপার করছিলেন। গুরুতর যখম অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সেক ইসরাফিল (৩৩)। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায়। কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরপরেই স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতেও সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। এই ঘটনার জেরে ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।