‘ডলার থেকে মুখ ফেরালে কড়া শাস্তি’, ভারত সহ ব্রিকসকে চরম হুমকি ট্রাম্পের
নিউইয়র্ক: ক্ষমতা ফিরে পেয়ে স্ব মূর্তি ধারণ করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন ডলার ব্যবহার নিয়ে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন ট্রাম্প। শনিবার ট্রাম্প ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির দিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলার থেকে মুখ ফিরিয়ে নিলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। ডলারের পরিবর্তে অন্য কোনও মুদ্রা চালু করা যাবে না।
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওই সব দেশগুলিকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে, তারা নতুন কোনও মুদ্রা চালু করবে না, ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনও মুদ্রার পক্ষে সওয়াল করবে না। না হলে তাদের ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেব।
গত কয়েক বছর ধরে মার্কিন ডলারের বিকল্প হিসেবে কোনও মুদ্রা বা নিজস্ব মুদ্রা চালু করার পক্ষে সওয়াল করছেন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির একাংশ। তাদের মধ্যে অন্যতম হল চীন ও রাশিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে একটি নয়া ‘কমন’ মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। ভারত অবশ্য সেই প্রস্তাবে সায় দেয়নি। বরং ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে লেনদেনের মাধ্যম হিসেবে মার্কিন ডলারকে বাদ দেওয়ার পক্ষপাতী নয় তারা।
২০০৯ সালে তৈরি ব্রিকস। এই বৃহৎ সংগঠনটিতে নেই আমেরিকা। ব্রিকসে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশও আছে।
তবে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। ভারতও ট্রাম্পের বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি।