আমেরিকার মসনদে ফের ট্রাম্প, হোয়াইট হাউসে রিপাবলিকানরা
কলকাতা: আমেরিকার মসনদে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে (Kamala Harris) হারিয়ে দিলেন তিনি। ফলে আরও একবার মার্কিন সেনেটের দখল নেবেন রিপাবলিকানরা (Republicans)। নিউইয়র্ক টাইমস একজনই ট্রাম্পকে জয়ী ঘোষণা করে দিয়েছে।
রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দুই দলের নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে বেশ কিছু রাজ্য বা প্রদেশে। তার সঙ্গে রয়েছে কিছু সুইং স্টেটস (Swing States)। সুইং স্টেটস হল সেই সব রাজ্য যেখানে ভোটারদের পছন্দ বদলাতে থাকে এবং এই রাজ্যগুলিতে জয় পাবে যে প্রার্থী, প্রেসিডেন্ট হবে সেই।
পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান এবং উইসকনসিন, এই সাতটি রাজ্যকে বলা সুইং স্টেট হিসেবে আখ্যা দেওয়া হয়। ভোটগণনা শুরু হতেই দেখা গেল, এই জায়গাগুলিতে ‘ক্লিন সুইপ’ করতে চলেছেন ট্রাম্প। তখনই নিশ্চিত হয়ে যায়, হোয়াইট হাউসে পুনঃপ্রবেশ করবেন তিনি।
স্বয়ং ট্রাম্প তাঁর জয়কে ‘সর্বসেরা রাজনৈতিক জয়’ আখ্যা দিয়েছেন। ফ্লোরিডা কনভেনশন সেন্টারে সমর্থকদের উদ্দেশে ভাষণের সময় স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান। জয়ের আনন্দে চুম্বনও করেন।
দেশবাসীর উদ্দেশে ট্রাম্প বলেন, “এটা সর্বকালের সেরা রাজনৈতিক মুহূর্ত। এরকম এর আগে কখনও হয়নি। আমরা আমাদের দেশকে সেরে উঠতে সাহায্য করব… আমরা সীমান্তের সমস্যা সমাধান করব। আমরা সবকিছু সারিয়ে তুলব।” রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের বার্তা, “আমেরিকা এক অভূতপূর্ব এবং শক্তিশালী জনাদেশ দিয়েছে, আমরা সেনেটের নিয়ন্ত্রণ পুনর্দখল করেছি।”