Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Drishyam | Korean Remake | এবার ‘দৃশ্যম’-এর কোরিয়ান রিমেক

Updated : 22 May, 2023 6:36 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

মুম্বই : তৈরি হতে চলেছে দৃশ্যম(Drishyam) ছবির কোরিয়ান রিমেক(Korean Remake)।গতবছরই মুক্তি পেয়েছে দৃশ্যম ২(Drishyam 2)।ছবি বক্সঅফিসে যে দারুণ সাফল্য পেয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।অবশ্য দৃশ্যম ২এর দারুণ রমরমার স্বত্বেও প্রথম দৃশ্যম(Drishyam)-এর জনপ্রিয়তা যে এখনও একইরকম সেকথা এক বাক্যে মেনে নেন সিনেপ্রেমীরা।মোহনলাল(Mohanlal) অভিনীত দৃশ্যম এর বলিউড রিমেক(Bollywood Remake) হওয়ার পর থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়ে ছবির জনপ্রিয়তা।হিন্দি ছাড়াও আরও একাধিক আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে দৃশ্যম-এর রিমেক।এবার দেশ থেকে বিদেশ পাড়ি দেবে দৃশ্যম।সদ্যই কান ফিল্ম ফেস্টিভ্যালেই(Cannes Film Festival) স্পষ্ট হয়ে গিয়েছে এবার কোরিয়ান ভাষায় নির্মিত হতে চলেছে জিতু জোসেফ পরিচালিত মোহনলালের ছবি দৃশ্যম।এই প্রথম কোন ভারতীয় ছবির রিমেক তৈরি হতে চলেছে কোরিয়াতে। দৃশ্যম-এর দুই প্রযোজক প্যানোরমা স্টুডিয়োস এবং কুমার মঙ্গত পাঠকের(Panorama Studios & Kumar Mangat Pathak) সঙ্গে কোরিয়ান দৃশ্যম-এর প্রযোজনা করবে সেদেশের প্রযোজনা সংস্থা অ্যান্থলজি স্টুডিয়োস(Anthology Studios)।ছবিটি পরিচালনা করবেন কিম জি উন(Kim Jee Woon)।যিনি এর আগে কোব ওয়েব(Coob Web)-এর মতো বিখ্যাত কোরিয়ান ছবির নির্মাণ করেছেন। দৃশ্যম-এ অজয় দেবগণ কিংবা মোহনলাল যে চরিত্রে অভিনয় করেছিলেন কোরিয়ান রিমেকে সেই রোলে দেখা যাবে প্যারাসাইট খ্যাত তারকা সং কাং হো(Song Kang Hoo) কে।যদিও এখনই সেই ছবির শ্যুটিং শুরুর কোনও সম্ভাবনা নেই।আগামী বছর ফ্লোরে আসবে দৃশ্যম ছবির কোরিয়ান রিমেক।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে কোরিয়ান পরিচালক কিম জি উন পরিচালিত ছবি কোব ওয়েব।সেই কারণেই প্যারিসে এসেছিলেন পরিচালক।তিনি জানিয়েছেন,দৃশ্যম ছবির কোরিয়ান রিমেক নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।ছবিতে অভিনয় করতে চলেছেন কোরিয়ান অভিনেতা সং কাং হো।