Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আজ থেকে শুরু সপ্তম দুয়ারে সরকার, মিলবে ৩৫টি প্রকল্পের পরিষেবা

Updated : 1 Sep, 2023 8:35 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। শুক্রবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হতে চলেছে সপ্তম দুয়ারে সরকার প্রকল্প। নবান্ন সূত্রে খবর, এবারের দুয়ারে সরকার প্রকল্পে দুটি নতুন স্কিম আনা হচ্ছে। এর মধ্যে একটি প্রবীণদের জন্য পেনশন এবং অপরটি পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ। আগামী ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে। এরপর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কী কী পরিষেবা মিলবে এবারের দুয়ারে সরকারে?

নবান্নের তরফে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে আবেদন করা যাবে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ড এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এছাড়াও কন্যাশ্রী (Kanyashree), সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) সহ প্রবীণদের জন্য পেনশন ও পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ মতো ৩৫টি সরকারি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

এর আগে এ বছরই দুয়ারে সরকারে গোটা রাজ্যজুড়ে মোট ১ লক্ষ ক্যাম্পের আয়োজন করা হয়। সে সময় দুয়ারে সরকারের জন্য একটি কন্ট্রোল রুম চালু করে রাজ্য সরকার ১৮০০৩৪৫১৮৭ (1800345187) এই নম্বরে ফোন করে দুয়ারে সরকার সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে পারবেন আবেদনকারীরা। অভিযোগও জানানো যাবে এই নম্বরের মাধ্যমে। একইসঙ্গে এই হেল্পলাইন নম্বর থেকে গাইড করা হবে কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলতে পারে তা নিয়েও। একটি স্ক্যানারেরও সুবিধা রয়েছে। বারকোড স্ক্যান করে নিকটবর্তী দুয়ারে সরকার প্রকল্পের যাবতীয় তথ্য জানতে পারবেন আবেদনকারীরা। এছাড়াও নিকটবর্তী সমস্ত ক্যাম্পেই থাকছে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট বক্স।