মেঘে ঢাকা আকাশ , সকাল থেকেই ভাসছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
কলকাতা: নিম্নচাপের (Depression Pressure) প্রভাবে সকাল থেকেই ভাসছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকাল থেকেই আকাশের মুখ ভার ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ অঝরে ঝরে চলেছে বারি ধারা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ওড়িশা উপকূল থেকে ছত্তিশগঢ়ের অভিমুখে অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে এই দুই রাজ্য়ে প্রবল বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি হয়েছে। এর পরোক্ষ প্রভাবই পড়ছে বাংলায়। তার জেরে বৃহস্পতিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে এদিন বজ্রপাত সহ বৃষ্টি হবে।
সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির জেরে দুর্ভোগে স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রীরা। তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। আগামী তিনদিন তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে।
সকাল থেকেই কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে আগামিকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে কলকাতা ও আশেপাশের অঞ্চলে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে বাড়বে গরম।
এ দিকে, নিম্নচাপের জেরে আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।বাড়তে পারে তাপমাত্রা।