Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জের, স্বাস্থ্যসাথীতে খরচের রেকর্ড

Updated : 17 Oct, 2024 9:51 PM
AE: Paramita Sen
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: স্বাস্থ্যসাথীতে খরচের রেকর্ড। জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্ম বিরতির জেরে স্বাস্থ্যসাথীর খাতে একলাফে অনেকটাই খরচ বাড়ল রাজ্যের। নবান্ন সূত্রের খবর, গত ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকা। যা অন্যান্য সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি। ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করেছে রাজ্য সরকার।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্ম বিরতির জেরে স্বাস্থ্যসাথীর খরচ কত হল, তা নিয়ে সমীক্ষা করার পরই এই তথ্য উঠে এসেছে রাজ্যের হাতে। স্বাস্থ্যসাথী খাতে সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি থেকেই। ইতিমধ্যেই এই তথ্য নবান্নে রাজ্য স্বাস্থ্য দফতর জমা দিয়েছে বলেই সূত্রের খবর।