সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল ‘ডাঙ্কি’
মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে বলিউড বাদশার ছবি ‘ডাঙ্কি’ (Dunki)। বুধবার ভোর ৫.৫৫-র শো-তে নয়া ধামাকা তৈরি করেছে শাহরুখের সবচেয়ে বড় ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্স। গেইটি গ্যালাক্সি মুম্বইয়ের সেই সিঙ্গল স্ক্রিন থিয়েটার যেখানে একটানা দু’দশক ধরে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখিয়ে রেকর্ড গড়েছিল সেখানেই ‘ডাঙ্কি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল।
একই বছরে তিনটে ছবি দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছন কিং খান। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। চলতি বছরে পরপর দুটো অ্যাকশন ফিল্মে দেখা গিয়েছে তঁকে। ছবি দুটোই ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। কিন্তু ‘ডাঙ্কি’ একটু ভিন্ন ধরণের। কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। অনুরাগীরা বলছেন, শাহরুখ আর রাজকুমার হিরানির কেরিয়ারের সেরা ছবি এটাই।