কার্নিভালের দিন বিশেষ বাস পরিষেবা
Updated : 25 Oct, 2023 2:46 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: দশমী চলে গিয়েছে। আকাশে-বাতাসে বিসাদের সুর। মন ভারাক্রান্ত। কিন্তু শহর কলকাতায় (Kolkata) পুজোর রেশ কিন্তু রয়েই গিয়েছে। আগামী ২৭ আক্টোবর দুর্গাপুজো কার্নিভাল। ফের আলোর রোশনাইয়ে সাজবে শহর। বিগত বেশ কিছু বছর ধরে রেড রোডে এই কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার।
প্রতিবারের মতো এবারেও বহু মানুষ সেই কার্নিভাল দেখতে উপস্থিত হবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কার্নিভাল দেখে বাড়ি ফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য থাকছে বিশেষ পরিবহণ পরিষেবা।
Tags: