Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

আজ দুর্গাপুরে মহাসমারোহে হতে চলেছে পুজো কার্নিভাল

Updated : 26 Oct, 2023 5:19 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

দুর্গাপুর: পুজোর পাঁচ দিন শেষ। দশমীও চলে গিয়েছে। ঘাটে ঘাটে দেবী দুর্গার নিরঞ্জন তারপর বিসর্জন প্রায় সম্পন্ন হয়েছে। সাতপাকে মা’কে ঘুরিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়ে গেছে অনেক পুজো কমিটির। কিন্তু গোটা শহরবাসীর জন্যে আবারও একটি চমক। গত বছরের মতো এবারও ধুমধাম করে পুজোর কার্নিভাল (Puja Carnival) আয়োজিত হবে। অনেকেই আমরা সব ঠাকুর দেখে উঠতে পারিনা। তাই এবার আবারও দুর্গাপুরে (Durgapur) হতে চলেছে দ্বিতীয় বছরের পুজো কার্নিভাল। আর সে জন্য শহর জুড়ে সাজসাজ রব। পুলিশ-প্রশাসনের তরফে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণের পাশাপাশি, স্টেশন ও দূরপাল্লার বাস ধরতে যাওয়া শহরবাসীকে হাতে সময় নিয়ে বেরনোর পরামর্শ দিচ্ছেন প্রশাসনের কর্তারা।