Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বেজেছে তোমার আলোর বেণু, এসেছে গোখরো সাপ

Updated : 18 Oct, 2023 5:08 PM
AE: Samrat Saha
VO: Indrani Banerjee
Edit: Silpika Chatterjee

বাজল তোমার আলোর বেণু, পুজো এসেই গেল। এবার গত বছরের থেকে পুজোর, উৎসবের মেজাজ সপ্তকে। গত বছরের আগের দু’ বছরের পুজো ছিল ম্লান, প্যান্ডেলে ছিল না মানুষ, ছিল না প্যান্ডেলের পাশেই ফুচকা ঘুগনিওয়ালা। মা সবার মঙ্গল চান বটে কিন্তু সেই দু’ বছরে দেশে আদানি আম্বানি এবং হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ তো ভালো ছিল না। কেউ না। গড়িয়াহাটের ফুটে ইমিটেশন গয়না নিয়ে হাপিত্যেশ করে বসে থাকা যুবকটি দিনের শেষে একটাও খদ্দের না পেয়েই ঘরে ফিরেছে। হাতিবাগানে কিছু পশরা ঝুলিয়ে বসেছিল যে দোকানি, তার দুটো বাল্বের জন্য যে ইলেক্ট্রিক বিল আসে তার খরচও তুলতে পারেনি। ফি বছর হাসতে হাসতে অন্তত শ’ দুয়েক মানুষকে সিকিম, গোয়া, কন্যাকুমারী বা চারধাম তীর্থে পাঠায় যে ট্যুর অপারেটর তার অফিসের ঝাঁপ ছিল বন্ধ। সেই ছবি কেমন ছিল? যখন আচমকা লকডাউনের পর মানুষ হাঁটছিল? মাইলের পর মাইল হেঁটেছিল ভারতবর্ষ।