Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

পুজোতে কোন রংয়ের লিপস্টিক ট্রেন্ডে? জেনে নিন কোন রংয়ে নজর কাড়বেন আপনি

Updated : 18 Oct, 2023 4:01 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: পুজোর কেনাকাটি এখন প্রায় সবারই শেষের দিকে। বলা যায়, চলছে শেষ মূরহুর্তের কানাকাটি। প্রসাধনীও কেনাকাটি চলছে নিশ্চই? বর্তমান যুগে কম্বেশি সক্লেই নিজেকে পেজেন্টেবল দেখাতে ভালবাসেন। এছাড়াও লিপস্টিক কিন্তু সকলেই কমবেশী লাগান। এই বছর পুজোতে কোন রংগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, কোন কালার নজর কাড়বে সকলের থেকে, চলুন জেনে নেওয়া যাক। এছাড়াও পুজোর কয়েকটা দিন ঘোরাঘুরি তো লেগেই থাকবে। তাই পোশাক এবং গুরুত্ব বুঝে কিনে নিন পছন্দের লিপস্টিক।

গাঢ় মেরুন
নবমীতে জমকালো পোশাকের সঙ্গে রাখতে পারেন গাঢ় রংয়ের লিপস্টিক। প্যাস্টেল শেডের জাম্পস্যুটের সঙ্গেও দিব্যি মানাবে মেরুন রং। সঙ্গে হালকা গয়না, স্মোকি আইজ। বাজেট এবং পছন্দের ব্র্যান্ড অনুযায়ী ম্যাকের ডিভা, কালারবারের পাওয়ার কিস এবং সুগারের ব্রান্ডি হেরিংটন যে কোনও একটি কিনে নিতে পারেন।