
শহরের পুজোর সঙ্গে পাল্লা দিচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপাঞ্চল সাগরদ্বীপ
শহর কলকাতার পুজো মন্ডপ গুলির সঙ্গে পাল্লা দিয়ে থিমের পুজোয় মেতে উঠেছে প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপাঞ্চল সাগরদ্বীপ। গোটা সাগর ব্লক জুড়ে একের পর এক চোখ ধাঁধানো পূজো মণ্ডপ। তারি মধ্যে বিশেষ নজর কেড়েছে সাগরের বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মণ্ডপ, পাশাপাশি দর্শক মনে জায়গা করেছে সাগরের মন্দিরতলা সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। একাশি তম বর্ষে পদার্পণ করেছে বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। আর ৮১ তম বর্ষে তাদের ভাবনা গুজরাটের অক্ষধাম মন্দির।
গুজরাটের অক্ষধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। সাবেকিয়ানার পরম্পরাকে বজায় রেখে মন্ডপের মধ্যে রয়েছে সাবেকিয়ানায় তৈরি মাটির দুর্গা প্রতিমা। অপরদিকে ৩৩ তম বর্ষে এবারে থিমের পুজোতে মেতে উঠেছে মন্দিরতলা সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিমের প্যান্ডেল চন্দ্রযান থ্রী, এবং প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ কাঁচের। সাগরের মন্দিরবাজার এবং বামনখালি দুটি জায়গাতেই গোটা পুজো মণ্ডপ জুড়ে রংবেরঙের আলোর ছটা। সপ্তমীর সন্ধ্যে থেকে বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মন্ডপ এবং মন্দিরতলা সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীরা।