Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

Durnibar Saha | প্রথম জামাইষষ্ঠীতে দুর্নিবার নেই!

Updated : 25 May, 2023 5:31 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী দুর্নিবার সাহা এবং মোহর সেনের। কিন্তু বিয়ের পর থেকেই কাজের সূত্রে শহরের বাইরেই রয়েছেন দুর্নিবার এবং মোহর। কী করবেন তাঁরা প্রথম জামাইষষ্ঠীতে? কলকাতায় ফিরবেন তাঁরা? 

বিয়ের পর এই এই প্রথমবারের জামাইষষ্ঠী। নানান বিতর্ক কাটিয়ে অবশেষে মার্চে সাত পাকে বাঁধা পড়েছেন দুর্নিবার মোহর।মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ের দু-বছরের মধ্যেই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে দুর্নিবারকে বসতে দেখে তাঁর দিকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। আইনিভাবে বিয়ে অনেক দিন আগে সেরে নিলেও, সামাজিক বিয়ের পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে। শেষপর্যন্ত যা গড়ায় বিবাহ বিচ্ছেদ অবধি। যদিও জানা গেছে যে, মীনাক্ষী ও দুর্নিবারের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছিলেন মোহর। যদিও সেকথা অস্বীকার করেন দুর্নিবার। এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি পরকীয়া করিনি। যদিও এই সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে হইহই করে দ্বিতীয় বিয়ে সেরেছেন দুর্নিবার। নতুন সংসারে খুশি আছেন দুজনেই।

এদিন জামাইষষ্ঠী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো এখন কলকাতার বাইরে আছি। আর জামাইষষ্ঠী পালন করব কী করব না সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আমি আর মোহর কেউই এই ব্যাপারে প্রকাশ্যে কোনো কথা বলতে চাই না।’ তবে কি কটাক্ষের হাত থেকে বাঁচতেই কি মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি?