Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

পুনর্বাসন হবে না, সাফ জানালেন ডিভিসির চেয়ারম্যান

Updated : 24 Feb, 2024 2:04 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

দুর্গাপুরে: ডিভিসির ৮০০ মেগা ওয়াটের নতুন ইউনিটের জন্য উঠে যেতে হবে জবর দখলকারীদের। কোনও পুনর্বাসন হবে না বলে সাফ জানিয়ে দিলেন ডিভিসির চেয়ারম্যান। আপাতত ডিটিপিএসতে পুনর্বাসনের কোনও পরিকল্পনা নেই, সাংসদকে পাসে বসিয়ে এক সাংবাদিক বৈঠকে সাফ জানালেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার। শুক্রবার দুর্গাপুর হাউসে এক সাংবাদিক বৈঠকে ডিভিসির চেয়ারম্যানের বলেন, ডিটিপিএসের নতুন ইউনিট হচ্ছে। যারা অবৈধ ভাবে জায়গা দখল করে আছেন, তাঁদের উচ্ছেদ হবেই। আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ আছে। উচ্ছেদে বাধা দিয়ে কোনও লাভ হবে না। শুধু আবহাওয়া খারাপ হবে। ৭ হাজার ৯০০ কোটি টাকার এই ৮০০ মেগা ওয়াটের ইউনিট চার বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে দেবে বলেও জানান তিনি।

দুর্গাপুরের মায়াবাজারে ডিভিসি ১৯৬৬-তে ডিটিপিএস গড়ে তোলে অর্থাৎ দুর্গাপুর থারমাল পাওয়ার স্টেশন। প্রায় বছর তিনেক ধরে উৎপাদনহীন হয়ে পড়ে আছে এই কারখানা। নতুন বিদ্যুৎ ইউনিটের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা। তাই নিয়ে তাঁরা অনেক আন্দোলনও করেছেন। অবশেষে তাঁদের মুখে হাসি ফুটেছে। হতে চলেছে নতুন বিদ্যুৎ ইউনিট। এই ইউনিট হলে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি এলাকার আর্থিক সংকট মিটবে। তার জন্য মায়াবাজার ডিটিপিএস কলোনি সংলগ্ন এলাকার দখলদারদের এলাকা ফাঁকা করার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সংস্থার যে ঘরগুলি দখল করে রয়েছে যারা তাদেরকেও উঠে যাওয়া নোটিশ দেওয়া হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিপত্তি। শুরু হয়েছে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির নেতৃত্বে আন্দোলন। প্রায় দিনই বিক্ষোভ পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া এসব নানা বিষয় চলছিল। কিন্তু এসব বিষয়ে জল ঢেলে ডিভিসির চেয়ারম্যান জানিয়ে দিলেন এই মুহূর্তে কোনওরকম পুনর্বাসন হবে না।