ফের ভূমিকম্প, এবার কেঁপে উঠল বঙ্গোপসাগর
Updated : 7 Nov, 2023 6:48 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: ফের ভূমিকম্প। নেপাল-দিল্লির পর কম্পন এবার বঙ্গোপসাগরে। মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৮.৫৫ ডিগ্রি উত্তর এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্বে। গভীরতা ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে চারদিনের মধ্যে একাধিকবার ভূমিকম্প।
ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছেই ছিল। তবে স্বস্তির বিষয়, এই কম্পনের জেরে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে সুনামি আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে বঙ্গোপসাগর উপকূলের বাসিন্দারা।
Tags: