Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি! কী দেখানো হবে টিভিতে?

Updated : 24 Nov, 2024 7:25 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

হাওড়া: ভারতে পরিবহণ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল রেল। রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছন। তবে স্বল্প দুরত্বে যাতায়াত করার জন্য বেশিরভাগ যাত্রী লোকাল ট্রেনকে প্রাধান্য দিয়ে থাকেন। যারা হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এবার এসে গেল এল বড়সড় সুখবর। কারণ, লোকাল ট্রেনের ‘বোরিং’ জার্নি এবার ইতিহাস হতে চলেছে। লোকাল ট্রেনেও এবার যাত্রীদের বিনোদনের জন্য টিভি-র ব্যবস্থা করছে পূর্ব রেল। এর মাধ্যমে যাত্রীদের লোকাল ট্রেনের সফরের অভিজ্ঞতা আরও সুন্দর হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬টি থ্রি-ফেজ ইএমইউ রেকে এলইডি টিভি ইনস্টল করা হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি কামরায় কি টিভি থাকবে? থাকলেও সেইসব টিভিতে কী কনটেন্ট দেখানো হবে? পূর্ব রেল জানিয়েছে যে, ইএমইউ রেকের প্রতিটি কোচে ৪টি করে এলসিডি অথবা এলইডি টিভি ইনস্টল করা হবে। লোকাল ট্রেনে থাকা এই টিভিগুলিতে বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করা হবে। এর মধ্যে ৭০ শতাংশ বিজ্ঞাপন এবং ৩০ শতাংশ রেলের বার্তা চলবে। পূর্ব রেল জানিয়েছে, লোকাল ট্রেনের টিভিগুলিতে ‘ভিজিল্যান্স উইক,’ ‘স্বচ্ছতাই হে সেবা,’ ‘অমৃত ভারত,’ এবং ‘দেখো আপনা দেশ’ ইত্যাদির বিষয়ে সম্প্রচার করা হবে। রেলের তরফে জানা গিয়েছে, শীঘ্রই প্রত্যেকটি লোকাল ট্রেনে টিভি ইনস্টল করা হবে।