
পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম পরিমাণ ম্যাচ ফি, ঘোষণা ইসিবি-র
লন্ডন: বিসিসিআইয়ের পথে হাঁটল ইসিবি। ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা সম পরিমাণ ম্যাচ ফি পাবেন বলে জানিয়ে দিল ইসিবি। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েদের ৩ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে এই খবর দেওয়া হল ইংল্যান্ডের মহিলা দলকে। এই সিরিজ থেকেই মহিলা ক্রিকেটারদের পুরুষ দলের সমান ম্যাচ ফি দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে।
প্রসঙ্গত, এই কাজ অবশ্য ইসিবি প্রথম করল না। পুরুষ এবং মহিলাদের ক্রিকেটে সমান ম্যাচ ফি চালু করা চতুর্থ দেশ হল ইংল্যান্ড। তাদের আগেই এই ব্যবস্থা চালু করেছিল নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এই বিষয়ে পথপ্রদর্শক নিঃসন্দেহে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বছরই নিউজিল্যান্ড ও ভারত এটি চালু করে। দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে। ম্যাচ ফি শুধু ম্যাচে অংশগ্রহণের উপর ভিত্তি করেই দেওয়া হয়।