Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সন্দেশখালিতে হামলা, মামলা ইডির

Updated : 10 Jan, 2024 6:46 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: সন্দেশখালিতে হামল (Sandeshkhali Incidenrt) নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) মামলা দায়ের ইডির (ED)। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুনানি আগামিকাল বৃহস্পতিবার। আদালতে ইডির অভিযোগ, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা (ED Attacked in Sandeshkhali)। উল্টে আমাদের অফিসারদের বিরুদ্ধে পুলিশ এফআইআর (FIR) করেছে বলে আমরা জেনেছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিশ প্রতিদিন আমাদের অফিসে খোঁজ করছে কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। ইডির আশঙ্কা হেনস্থার জন্য তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।

গত শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালি যায় ইডির পাঁচ সদস্যের একটি দল। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। শাহজাহানের বাড়িতে ঢুকতে যেতে আক্রমণের মুখে পড়তে হয় ইডি-কে। মাথা ফাটে তদন্তকারীদের। সিআরপিএফ-এর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। সন্দেশখালির ওই ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষা বাড়ানো হয়েছে। এরপর সুরক্ষা বাড়াতে সিআরপিএফ জওয়ানদের বিশেষ ধরনের হেলমেট, ঢাল বাধ্যতামূলকভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে।